A Bittersweet Life : একটি তিক্ত জীবনের গল্প

জীবনের উত্থান-পতন নিয়ে একটি গল্প, A Bittersweet Life ! শব্দটার অর্থই হচ্ছে ‘একটি তিক্ত-মিষ্টি জীবন’। কোরিয়ান থ্রিলার মুভি যতই দেখি, ততই এদের ভক্ত হয়ে যাই। এই সিনেমাটা একরকম অ্যাকশন ক্রাইম ড্রামা থ্রিলার। আবেগ, ক্রাইম, গ্যাংওয়ার, ভালোবাসা, প্রতিশোধ সব মিলিয়ে দারুণ থ্রিলার। কোনো একটা কারণে এই সিনেমাটা এখন পর্যন্ত আমার কাছে আমার দেখা সবচেয়ে সেরা ছবি ! তাই দু’ কলম না লিখে পারলাম না…

এই সিনেমার গল্প এমন একজন মানুষকে নিয়ে, যে তার পুরোটা জীবন একা কাটিয়েছে। নিয়মবাধা কাজের বাইরে যার জীবনে আর কিছুই নেই। কখনো কারো প্রেমে পরা হয়নি, কাউকে ভালোবাসা হয়নি। পুরো সিনেমায় তাকে হাসিমুখে দেখা গেছে মাত্র একবার ! যা শুধু তার একার গল্পই নয়, আমাদের মত হাজার মানুষের গল্প। সময়ের অভাবে এ গল্প কাউকেই বলা হয়না !

এই লোকটি প্রভাবশালী এক গ্যাংলিডারের সবচেয়ে বিশ্বস্ত লোক। লিডার একদিন তাকে তার পেশাগত কাজের বাইরে ব্যক্তিগত একটি কাজ দেন। লিডারের অল্পবয়সী এক গার্লফ্রেন্ড আছে। তিনি ইদানিং সন্দেহ করছেন, মেয়েটি অন্য কোনো ছেলের সাথে প্রেম করে। আর এই সন্দেহের সত্যতা যাচাইয়ের জন্যই তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লোকের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে যান। লোকটি সবসময়ই তার লিডারকে মান্য করত। ঠিকমতই দায়িত্ব পালন করে আসছিলো সে। কিন্তু কোথাও তার একটি ভুল রয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় উত্থান পতনের বাকি গল্প…

A Bittersweet Life

পুরো সিনেমা জুড়েই কিছু উত্তেজনা ছিলো, ছিলো একটু ভালোলাগা, একটু ভালোবাসা, আর প্রতারণা ও প্রতিশোধের ছো‍ঁয়া ! ভালো ছিলো এই সিনেমার সংলাপগুলো, সিনেমার ইমোশনকে যা আরো দৃঢ় এবং বাস্তববাদী করেছে…

সিনেমার স্যা-নো চরিত্রে লিডিং রোলে অভিনয় করেছেন ‘লি বিয়ং হান’। তার অ্যাকশান দৃশ্যগুলো ছিলো আসলেই দেখার মত। দশে দশ পাওয়ার যোগ্যতা রাখে তার অভিনয়। আর সাথে ‘কিম-জিও-ওন’ এর মত ক্লাসিক ডিরেক্টর, যিনি I Saw The Devil, The Tale Of Two Sisters, The Good The Bad and The Weird এর মত সিনেমার ডিরেকশন দিয়েছেন।

এই সিনেমার সবগুলো সাউন্ডট্র্যাকই অসাধারণ। উদাহরণ হিসেবে Yuhki Kuramoto এর “Romance” ট্র্যাকটির লিংক আমি এখানে এটাচ করে দিচ্ছি…

সিনেমায় কিছুটা ভায়োলেন্স আছে, কিন্তু কোনো অ্যাডাল্ট সিন বা যৌনতা নেই। সবমিলিয়ে পরিবারের সাথে বসেই দেখার উপযুক্ত একটি সাউথ কোরিয়ান সিনেমা ‘এ বিটারসুইট লাইফ’ !

সিনেমার সেরা উক্তি :

“You can do a hundred things right, but it takes only one mistake to destroy everything”

সিনেমা থেকে নেয়া একটি সংলাপ :

“One late autumn night, the disciple awoke crying. So the master asked the disciple,

– Did you have a nightmare?
– No
– Did you have a sad dream?
– No, I had a sweet dream.
-Then why are you crying so sadly?

The disciple wiped his tears away and quietly answered, “Because the dream I had can’t come true.”

A Bittersweet Life

A Bittersweet Life, City Light Scene

Leave a Reply