বছরের প্রথম এবং শেষ মাস জানুয়ারী-ডিসেম্বর হয় কেনো ?

ইউরোপ-আমেরিকায় জানুয়ারীর সময়টায় ফসল কাটা শেষ। মাঠের কাজ শেষ করে এখন ঘরে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়। দেনা-পাওনা পরিশোধের সুযোগ এ সময়ই বেশি। আবার সামনে শুরু হবে চাষাবাদ। এই অবসরে জানুয়ারীতেই নতুন বছর শুরু করার উপযুক্ত সময়। এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু মাসটির নাম জানুয়ারি হলো কেন?

এক রোমান দেবতার নাম ছিল ‘জানুস’। যাকে শুরুর দেবতা হিসেবে বর্ণনা করা হত। এই দেবতার দুটি মুখ। একটি সামনের দিকে, যা ভবিষ্যতের প্রতীক আর আর একটি মুখ পিছনের দিকে, যা আসলে অতীতের দিকে তাকিয়ে থাকে। জানুয়ারী মাসটির নাম এসেছে ওই রোমান দেবতা জানুসের নাম থেকে।

যখন জুলিয়ান ক্যালেন্ডার তৈরি হয়েছিল, তখন ‘জুলিয়াস সিজার’ জানুয়ারী মাসটিকেই তাই বছর শুরুর দিন হিসেবে বেছে নেন।

তবে জানুয়ারীতেই পৃথিবী সূর্যের সবথেকে কাছে চলে যায়। বিজ্ঞানের ভাষায় একে :Perihelion’ বলে। তাই এই সময়কে শুভ জিনিসের শুরু হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

জানুয়ারী থেকে একটু একটু করে বড় হতে থাকে দিন। তাই এটাকেই বছরের শুরু বলে ধরা হয়।

পৃথিবীর উত্তর গোলার্ধ ডিসেম্বরেই সব থেকে ছোট দিনের সাক্ষী থাকে। ২২ ডিসেম্বর সব থেকে ছোট দিন। ডিসেম্বরে এসে দিন সব থেকে ছোট হওয়ায় আর পালাক্রমে জানুয়ারী থেকে ৩৩৫ দিন পর ডিসেম্বর বিধায় সর্বশেষ মাস হলো ডিসেম্বর !